মেট্রোরেলের পিলারের বিয়ারিং প্যাড পড়ে পথচারী মৃত্যুর ঘটনায় মামলা দায়ের হয়েছে। নিহত আবুল কালাম আজাদের (৩৫) স্ত্রী আইরিন আক্তার পিয়া বাদী হয়ে মামলাটি করেছেন।
সোমবার (২৭ অক্টোবর) বিষয়টি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন। তিনি জানান, রবিবার রাতে নিহতের স্ত্রী আইরিন আক্তার পিয়া বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেন।
এর আগে রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে মেট্রোরেল স্টেশনের পশ্চিম পাশে ৪৩৩ নং পিলারের ওপর থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে ওই পথচারী নিহত হন।
তখন ওসি মোবারক হোসেন জানান, ফার্মগেট মেট্রোস্টেশনের নিচে খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটের সামনের ফুটপাত দিয়ে ওই পথচারী হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ ওপর থেকে বিয়ারিং প্যাড পড়ে তার মাথায়। আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনার পর প্রায় আড়াই ঘণ্টার মতো মেট্রোরেল চলাচল পুরোপুরি বন্ধ ছিল। পরে বিকেল ৩টায় উত্তরা উত্তর থেকে আগারগাঁও এবং সন্ধ্যা সোয়া ৭টায় মতিঝিল থেকে শাহবাগ অংশে মেট্রোরেল চলাচল শুরু হয়। তবে বিয়ারিং প্যাড মেরামতের জন্য বন্ধ ছিল আগারগাঁও থেকে শাহবাগ অংশের মেট্রো চলাচল। পরে সোমবার সকাল ১১টা থেকে সর্ম্পূণ অংশে মেট্রো চলাচল শুরু হয়।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.