মাদক সম্রাটকে ধরতে ৫০০ পুলিশ, ২২ হেলিকপ্টার!

২২ হেলিকপ্টার নিয়ে ৫০০ পুলিশ সদস্য এক জঙ্গলে অভিযান চালিয়ে আটক করেছেন এক মাদক সম্রাটকে৷ শুধু তাই নয়, তাকে গ্রেপ্তারের খবরে স্বস্তি প্রকাশ করেছেন খোদ দেশটির প্রেসিডেন্টও৷ বলছি দাইরো আন্তোনিও উসুগার কথা৷ কলম্বিয়ার ‘মোস্ট ওয়ান্টেড’ মাদক সম্রাট তিনি৷

দেশটির নিরাপত্তা বাহিনী শনিবার তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে৷ তিনি কলম্বিয়ার সবচেয়ে বড় মাদকপাচারকারী৷ উসুগা অবশ্য ‘ওটোনিয়েল’ হিসেবেই বেশি পরিচত৷ ধারণা করা হয়ে যে তিনি সহিংস ক্লান দ্যেল গলফো গোষ্ঠীর প্রধান, যেটি ঘন জঙ্গলের মধ্য দিয়ে কোকেন পাচারের বড় পথগুলো নিয়ন্ত্রণ করে৷

কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান ডুকে শনিবারের গ্রেপ্তারের ঘটনাকে পাবলো এসকোবারের পতনের সঙ্গে তুলনা করেছেন৷ ১৯৯৩ সালে পুলিশের গুলিতে নিহত হন কলম্বিয়ার কুখ্যাত এই মাদক সম্রাট৷ ডুকে বলেন, ‘আমাদের দেশে চলতি শতকে মাদকপাচারকারীদের উপর সবচেয়ে বড় আঘাত এটি৷ ওটোনিয়েল শুধু বিশ্বের সবচেয়ে বড় ত্রাসসৃষ্টিকারী মাদক সম্রাটই নয়, একজন হত্যাকারীও যে পুলিশ, সেনা সদস্য এবং স্থানীয় অ্যাক্টিভিস্টদের খুন করেছে৷’

কলম্বিয়ার প্রেসিডেন্ট আরো বলেন, তাকে গ্রেপ্তারে দেশটির সামরিক ইতিহাসে জঙ্গলে সবচেয়ে বড় অভিযান পরিচালনা করা হয়৷ উসুগার মাদকপাচারকারী দলের অন্য সদস্যদের আত্মসমর্পণের আহ্বানও জানিয়েছেন ডুকে৷ অন্যথায়, তাদের উপর আইনের পুরোপুরি প্রয়োগ করা হবে বলেও জানিয়েছেন তিনি৷

মাদক পাচার, হত্যা, চাঁদাবাজি, অপহরণসহ নানা অভিযোগ রয়েছে কলম্বিয়ার এই মাদক সম্রাটের বিরুদ্ধে৷ মার্কিন যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট কর্তৃপক্ষের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় রয়েছেন তিনি৷ উসুগাকে গ্রেপ্তার বা বিচারের মুখোমুখি করার উপযুক্ত তথ্য কেউ দিলে তাকে ৫০ লাখ ডলার পুরস্কার দেয়ার ঘোষণা ২০০৯ সালে দিয়েছিল মার্কিন কর্তৃপক্ষ৷

৫০ বছর বয়সি উসুগার জন্ম কলম্বিয়ার নেকোক্লিতে৷ প্রত্যন্ত অঞ্চলের এক পরিবারের নয় সন্তানের মধ্যে সপ্তম তিনি৷ আঠারো বছর বয়সে একটি মার্কসবাদী গেরিলা গোষ্ঠীর সদস্য হয়েছিলেন তিনি৷ পরবর্তীতে অবশ্য সেটি ভেঙে যায়৷ নব্বইয়ের দশকে কৃষকদেরকে গেরিলাদের কাছ থেকে রক্ষায় ভূমিকা পালন করতে দেখা গেছে উসুগাকে৷ সেসময় মাদক পাচারেও জড়িয়ে পড়েন তিনি৷ তাকে গ্রেপ্তারে এর আগেও একাধিক অভিযান চালিয়েছে পুলিশ৷ তবে সাফল্য এসেছে শনিবার৷ ২২ হেলিকপ্টার নিয়ে ৫০০ পুলিশ সদস্যের অভিযানে গ্রেপ্তার হন তিনি৷ সূত্র: ডিডাব্লিউ, এএফপি, এপি

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.