লিটনের ক্যাচ মিস নিয়ে লক্ষণের টুইট

সুপার টুয়েলভে শ্রীলঙ্কার বিপক্ষে অনেকটা সময় নিয়ন্ত্রণ ধরে রাখলেও বাজে ফিল্ডিংয়ে শেষ পর্যন্ত ম্যাচ হাতছাড়া করেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। আর তা চোখ এড়ায়নি ভারতের সাবেক ক্রিকেটার ভিভিএস লক্ষণের।

গতকাল ২৪ অক্টোবর শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ উইকেটে হারে বাংলাদেশ। যেখানে ৫২ বলে ৮৬ রানের দারুণ এক জুটি গড়ে শ্রীলঙ্কাকে জেতাতে বড় ভূমিকা রাখেন চারিথ আসালঙ্কা ও ভানুকা রাজাপাকশে। দুই দফায় এই জুটি ভাঙতে পারত বাংলাদেশ।  দুবারই ক্যাচ মিস করেন লিটন দাস। লিটনের ক্যাচ মিসের বড় খেসারত দেয় বাংলাদেশ। জীবন পেয়ে বড় ইনিংস খেলেছেন আসালঙ্কা ও রাজাপাকশে। শেষ পর্যন্ত দুজনই ফিফটি করে বাংলাদেশকে পয়েন্ট বঞ্চিত করেন।

লক্ষণ বলেন, ‘শ্রীলঙ্কার দুর্দান্ত জয়। লক্ষ্য তাড়া করতে নেমে তারা কঠিন পথে ছিল। কিন্তু তরুণ আসালঙ্কা এবং রাজাপাকশে দারুণ খেলেছে। বাংলাদেশের মানসিক অবস্থা বুঝতে পারছি। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে ক্যাচ ফেলে দিলে আপনি ম্যাচ জিততে পারবেন না।’

আফিফ হোসেনের বলে ডিপ স্কয়ার লেগে ক্যাচ তুলে দিয়েছিলেন রাজাপাকশে। সেই ক্যাচ মুঠোয় রাখতে পারেননি লিটন। ১৪ রানে জীবন পাওয়া বাঁহাতি এই ব্যাটসম্যান করেন ৫৩। এছাড়া মুস্তাফিজুর রহমানের বলে ৬৩ রানে পয়েন্ট অঞ্চলে ক্যাচ দেন আসালঙ্কা। সেই ক্যাচে বলের নিচে গিয়েও তালুবন্দি রাখতে পারেননি লিটন। আসালঙ্কা করেন অপরাজিত ৮০ রান।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.