পাকিস্তানও বেশ ভালো দল: সৌরভ

ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে কখনোই হারেনি ভারত। বিশ্বমঞ্চে মোট ১২ বারের দেখায় প্রতিবারই শেষ হাসি হেসেছে ভারতের ক্রিকেটাররা। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও পাকিস্তানের বিপক্ষে জিতবে ভারত, প্রত্যাশা সৌরভ গাঙ্গুলির। সেক্ষেত্রে জয়ের সমীকরণ ১৩-০ হওয়ার সম্ভাবনা দেখছেন বিসিসিআই সভাপতি।

আইসিসি ওয়ানডে বিশ্বকাপে এখন পর্যন্ত সাতবার একে অপরের বিপক্ষে লড়েছে পাকিস্তান ও ভারত। আর টি-টোয়েন্টি বিশ্বকাপে এই দুই দলের দেখা হয়েছে মোট পাঁচবার। পাকিস্তানের ক্রিকেটে কয়েক প্রজন্মের পালাবদল হলেও বিশ্বকাপে কখনো ভারতের বিপক্ষে ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারেনি তারা।

রোববার (২৪ অক্টোবর) এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে আবারও মুখোমুখি হতে যাচ্ছে পাকিস্তান ও ভারত। সমীকরণের দিক দিয়ে এগিয়ে থাকায় বাবর আজমদের চাইতে বিরাট কোহলিদের এগিয়ে রাখছেন সৌরভ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এবার ১৩-০ (পাকিস্তানের বিপক্ষে) হওয়ার একটি বিশাল সম্ভাবনা রয়েছে। ভারত এই বিশ্বকাপেও পাকিস্তানের বিরুদ্ধে তাদের অপরাজিত থাকার ধারা বাড়াতে যাচ্ছে। ভারতের এই দলের সব খেলোয়াড়ই সত্যিকারের ম্যাচ উইনার। এই দলটি বিশ্বকাপ জয়ের জন্য আমাদের ১০ বছরের অপেক্ষার অবসান ঘটাতে পারে।’

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের দলের রেখে ভারসাম্যপূর্ণ স্কোয়াড সাজিয়েছে পাকিস্তান। সে কারণে পাকিস্তানকে একেবারেই ছোট করে না দেখতে ভারতের ক্রিকেটারদের পরামর্শ দিয়েছেন সৌরভ। ভারতের সাবেক এই ওপেনার বলেন, ‘পাকিস্তানও বেশ ভালো দল। যদি ওদের দলের এক বা দুজন খেলোয়াড় সেরাটা দিতে পারে তাহলে অন্য কিছুও ঘটতে পারে। আসলে খেলার মাঠে জয়ের জন্য মানসিক যুদ্ধে জয়ী হওয়া জরুরী। আমি মনে করি এটি একটি দুর্দান্ত ম্যাচ হবে।’

 

অর্থসূচক/এএইচআর

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.