মোস্তফা মেটালের লেনদেনের তারিখ নির্ধারণ

পুঁজিবাজারের এসএমই প্ল্যাটফরমে কোয়ালিফাইয়েড ইনভেস্টরস (Qualified Investors-QI) অফারের মাধ্যমে বাজারে আসবে মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির লেনদেনের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ অক্টোবর, রোববার।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ডিএসইর এসইএমই প্লাটফর্মে কোম্পানিটির ট্রেডিং কোড হবে “MOSTFAMETL”। আর কোম্পানি কোড হবে ৭৩০০২।

কোম্পানিটির কিউআই অফারের বরাদ্দপ্রাপ্ত শেয়ার ১২ অক্টোবর,মঙ্গলবার সিডিবিএলের মাধ্যমে বিও হিসাবে জমা হয়েছে।

কোম্পানিটি গত ২৬ থেকে ৩০ সেপ্টেম্বর পরযন্ত আইপিও আবেদন সম্পূর্ণ করেছে।

কিউআই অফারে অভিহিত মূল্য ১০ টাকা দরে ১ কোটি ১০ লাখ শেয়ার বিক্রি করে ১১ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে। এই অর্থ কোম্পানিটি ব্যাংক ঋণ পরিশোধ, কার্যকরি মূলধন ও কিউআই অফারের জন্য ব্যয় করবে।

৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস ছিল ৭৬ পয়সা। পুনঃমূল্যায়ন সঞ্চিতি ছাড়া শেয়ার প্রতি  নিট সম্পদ মূল্য ১০ টাকা ৯০ পয়সা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজারের দায়িত্বে আছে এনবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট ও স্বদেশ ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট লিমিটেড।

অর্থসূচক/এসএ/

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.