আলোর দেখা পেলো লেবানন

লেবাননে একদিন বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে বিদ্যুৎ সরবরাহ। দুটি বিদ্যুৎ কেন্দ্র পুনরায় চালু করতে নিজেদের জ্বালানী সরবরাহ করে দেশটির সেনাবাহিনী। তবে দিনে মাত্র দুই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা হবে।

লেবাননের স্থানীয় বিদ্যুৎ মন্ত্রী ওয়ালিদ ফায়াদ জানিয়েছেন, সেনাবাহিনীর কাছ থেকে ৬০ লাখ লিটার জ্বালানী পাওয়ার পর দুইটি পাওয়ার প্ল্যান্ট আবার চালু করা হয়েছে।

জ্বালানী তেলের সঙ্কটের কারণে শনিবার লেবাননে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিলো। লেবাননে গেলো আগস্টের ১১ তারিখ থেকে শুরু হয়েছে বিদ্যুৎ সঙ্কট। গত ১৮ মাস ধরে চরম অর্থনৈতিক সঙ্কটে দিন পার করছে লেবানন। বৈদেশিক মুদ্রার ব্যাপক ঘাটতির কারণে তখনই জ্বালানি সরবরাহকারীদের কাছ থেকে জ্বালানী কেনা বন্ধ করে দেয় দেশটি।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.