পরিত্যক্ত কন্টেইনার থেকে ১২৬ অভিবাসী উদ্ধার

গুয়াতেমালায় রাস্তায় পাশে পড়ে থাকা একটি পরিত্যক্ত কন্টেইনার থেকে ১২৬ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির পুলিশ। খবর- বিবিসির

রোববার (১০ অক্টোবর) ভোরে মধ্য আমেরিকার দেশটির নুয়েভা কনসেপকিয়ন এবং কোকালেস শহরের মধ্যবর্তী এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, মানবপাচারকারীরা অর্থের বিনিময়ে তাদের মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছে দেওয়ার জন্য চুক্তি করে। কিন্তু কোনও কারণে পথেই ফেলে পালিয়ে যায় তারা।

গুয়াতেমালার কর্তৃপক্ষের বরাতে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয়রা ওই কন্টেইনারের ভেতর থেকে চিৎকার ও কান্নার আওয়াজ শুনতে পান স্থানীয়রা। এরপর পুলিশকে খবর দিলে তারা এসে উদ্ধার করে।

এ বিষয়ে পুলিশের এক মুখপাত্র জানান, আমরা কন্টেইনারের ভেতর থেকে কান্নার শব্দ পাচ্ছিলাম। ভেতর থেকে কন্টেইনারে জোরে জোরে শব্দ করছিলেন তারা। দরজা ভেঙে দেখি ভেতরে ১২৬ অভিবাসী। উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে শতাধিক হাইতির নাগরিক। বাকিরা ঘানা ও নেপালের নাগরিক বলে জানা গেছে। অভিবাসীদের গুয়েতেমালান মাইগ্রেশন ইনস্টিটিউট পরিচালিত একটি আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.