তুরাগে নৌকাডুবিতে ৩ জনের লাশ উদ্ধার, নিখোঁজ ৪

সাভারের গাবতলী এলাকায় তুরাগ নদীতে নৌকাডুবির ঘটনায় দুই শিশুসহ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় পাওয়া জানা যায়নি। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন আরও চারজন।

শনিবার (৯ অক্টোবর) দুপুরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা মো. রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বেলা ১১টার দিকে একটি বাল্কহেডের সঙ্গে সংঘর্ষ নৌকাটি ডুবে যায়। ট্রলার ডুবির পর যারা নিখোঁজ হন তারা হলেন- চার বছরের আরমান, ১৫ মাসের জেসমিন, ৩০ বছরের শায়লা বিবি, ২৬ মাসের শিশু রিপন, আট বছরের আরমিনা এবং পাঁচ বছরের ফারহান মনি। একজনের নাম জানা যায়নি। তবে কোন তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে তা জানা যায়নি।

সাভার ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মাহফুজুর রহমান জানান, শনিবার সকালে তুরাগ নদীর আমিনবাজার এলাকা থেকে প্রায় ১৮ জন যাত্রী নিয়ে একটি নৌকা গাবতলীর উদ্দেশ্যে রওনা দেয়। মাঝ নদীতে পৌঁছালে একটি বালুভর্তি বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে শিশুসহ সাত যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারের অভিযান শুরু করে। এখন পর্যন্ত দুই শিশু ও এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। উদ্ধার অভিযান চলছে বলে জানান তিনি।

 

অর্থসূচক/এএইচআর

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.