সাপ্তাহিক গেইনারের শীর্ষে অ্যাডভেন্ট ফার্মা

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৩০.৮৬ শতাংশ বেড়েছে।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ১৮০ কোটি ৬৪ লাখ ৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩৬ কোটি ১২ লাখ ৮১ হাজার  টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে জিপিএইচ ইস্পাত লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ২১ দশমিক ৫৩ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২৭৭ কোটি ৫৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫৫ কোটি ৪০ লাখ ১১ হাজার  টাকা।

সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১৮ দশমিক ৭০ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৯৫ কোটি ৭০ লাখ ৩৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৯ কোটি ১৪ লাখ  টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফরচুন সুজ, শেপার্ড ইন্ডাস্ট্রিজ, ইন্দো-বাংলা ফার্মা, ইফাদ অটোস, শাইনপুকুর সিরামিকস, প্যারামাউন্ট টেক্সটাইল ও পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড।

অর্থসূচক/এসএ/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.