যেসব দেশের পাসপোর্ট সবচেয়ে শক্তিশালী ও দুর্বল

একটি দেশের পাসপোর্টধারীরা কতটি দেশে ভিসাবিহীন ভ্রমণ করতে পারেন তার ওপর নির্ভর করে সেই দেশের পাসপোর্টের শক্তি। বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় শীর্ষে রয়েছে জাপান ও সিঙ্গাপুর। ১৯২টি দেশে ভিসাবিহীন ভ্রমণের সুবিধা পান এই দুটি দেশের পাসপোর্টধারীরা।

আন্তর্জাতিক সংস্থা হেনলি অ্যান্ড পার্টনারসের প্রকাশ করা এ বছরের পাসপোর্ট ইনডেক্সে এ তথ্য দেওয়া হয়েছে।

বাংলাদেশের পাসপোর্টধারীরা মাত্র ১১টি দেশে ভিসাবিহীন ভ্রমণ, ২৯টি দেশে অন-অ্যারাইভাল ভিসা আর তিনটি দেশে ইটিএ সুবিধা পেয়ে থাকেন। ১৫৫টি দেশে যেতে আগেই ভিসা নিতে হয় বাংলাদেশি পাসপোর্টধারীদের। তথ্য অনুযায়ী, বাংলাদেশ রয়েছে তালিকার ৮৩ নম্বরে।

ইনডেক্সের তথ্য অনুযায়ী, বাংলাদেশের পাসপোর্টধারীদের ভিসাবিহীন গন্তব্যের সংখ্যা ২০১৫ সালে ছিল ৩৭টি, ২০১৬ সালে ৩৫টি, ২০১৭ সালে ৩৬টি, ২০১৮ ও ২০১৯ সালে তা বেড়ে ৪৩টি ও ৫০টি হয়। পরে গত বছর ২০২০ সালে এই সংখ্যা ৪২টিতে নেমে আসে। এবার তা ৪৩টিতে দাঁড়িয়েছে।

এবার ১৯৯টি দেশের পাসপোর্টের অবস্থানের তালিকা প্রকাশ করেছে হেনলি। ভিসাবিহীন ২৬ দেশে গন্তব্যের সুবিধা সংবলিত আফগানিস্তানের পাসপোর্ট এবারের তালিকার তলানিতে রয়েছে।

শীর্ষ দশে যেসব দেশ
১. জাপান ও সিঙ্গাপুর (ভিসাবিহীন গন্তব্য ১৯২টি)
২. জার্মানি ও দক্ষিণ কোরিয়া (১৯০)
৩. ফিনল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ ও স্পেন (১৮৯)

৪. অস্ট্রিয়া ও ডেনমার্ক (১৮৮)
৫. ফ্রান্স, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, পর্তুগাল ও সুইডেন (১৮৭)
৬. বেলজিয়াম, নিউজিল্যান্ড ও সুইজারল্যান্ড (১৮৬)

৭. চেক রিপাবলিক, গ্রিস, মাল্টা, নরওয়ে, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র (১৮৫)
৮. অস্ট্রেলিয়া ও কানাডা (১৮৪)
৯. হাঙ্গেরি (১৮৩)
১০. লিথুনিয়া, পোল্যান্ড ও স্লোভাকিয়া (১৮২)

তালিকার তলানিতে যেসব দেশ
১০৯. উত্তর কোরিয়া (ভিসাবিহীন গন্তব্য ৩৯টি)
১১০. নেপাল ও ফিলিস্তিন (৩৭)

১১১. সোমালিয়া (৩৪)
১১২. ইয়েমেন (৩৩)
১১৩. পাকিস্তান (৩১)

১১৪. সিরিয়া (২৯)
১১৫. ইরাক (২৮)
১১৬. আফগানিস্তান (২৬)

ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) তথ্যের ভিত্তিতে ২০০৬ সাল থেকে পাসপোর্ট ইনডেক্স প্রকাশ করে আসছে হেনলি অ্যান্ড পার্টনারস।

সূত্র: সিএনএন।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.