দর পতনের শীর্ষে আইসিবি ইসলামি ব্যাংক

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৫ অক্টোবর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৬৯টির বা ৭১.৫৪ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে আইসিবি ইসলামি ব্যাংকের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস সেমাবার আইসিবি ইসলামি ব্যাংকের ক্লোজিং দর ছিল ৬ টাকা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৫ টাকা ৪০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৬০ পয়সা বা ১০ শতাংশ কমেছে। এর মাধ্যমে আইসিবি ইসলামি ব্যাংক ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

এছাড়াও ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে শ্যামপুর সুগারের ৭.৯৫ শতাংশ, আজিজ পাইপসের ৬.৪৫ শতাংশ, এএমসিএল প্রাণের ৫.২৭ শতাংশ, আমরানেটের ৫.২৭ শতাংশ, ফার্মা এইডের ৫.১১ শতাংশ, বিডি অটোকারের ৫.০৯ শতাংশ, রংপুর ফাইন্ড্রির ৫.০২ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৪.৯৩ শতাংশ এবং বিডি ওয়েল্ডিংয়ের ৪.৮৫ শতাংশ দর কমেছে।

অর্থসূচক/এমআর/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.