তিন চারেই শেষ তামিম

ভাইরাহাওয়া গ্লাডিয়েটর্সের হয়ে প্রথম ম্যাচে একটি করে ছক্কা ও চার মারলেও ব্যাটিং জমাতে পারেননি তামিম ইকবাল। রামনরেস গিরির বলে ক্যাচ তুলে দিয়ে করেছিলেন ১৩ বলে ১২ রান।

দ্বিতীয় ম্যাচে ১৭৮ রানের লক্ষ্য তাঁড়া করতে নেমে এদিনও ব্যাট হাতে ব্যর্থ বাংলাদেশের এই ওপেনার।

শুরু থেকেই ধীরগতিতে ব্যাট করতে থাকেন তামিম। সময় বাড়ার সঙ্গে সঙ্গে দ্রুত রান তুলতে গিয়ে সাজঘরে ফিরতে হয় তাঁকে। ধাকারের বলে ক্যাচ তুলে দিয়ে ১৬ বলে ১৪ রান করে ফেরেন তমিম। ইনিংসটি খেলতে তিনটি চার মেরেছেন বাঁহাতি এই ওপেনার।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.