দুর্দান্ত ফিল্ডিংয়ে মুগ্ধ করেছেন মোস্তাফিজ

মোস্তাফিজুর রহমান বল হাতেই সাধারণত জাদু দেখান। বুধবার (২৯ সেপ্টেম্বর) আইপিএলে বাঁহাতি পেসারের অন্য এক রূপ দেখা গেল, যা শুধু নিজ দলই নয় প্রতিপক্ষকেও মুগ্ধ করেছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে বিস্ময়কর এক ফিল্ডিংয়ে তাক লাগিয়ে দিয়েছেন রাজস্থান রয়্যালসের মোস্তাফিজ।

নিজের দ্বিতীয় ওভারে দেবদূত পাডিক্কালকে ২২ রানে বোল্ড করেন মোস্তাফিজ। পাওয়ার প্লের শেষ ওভারে ভাঙে ৪৮ রানের জুটি। রিয়ান পরাগ পরের ওভারে বিরাট কোহলিকে দুর্দান্ত থ্রোতে রান আউট করেন। পরাগের থ্রোতে আউট হওয়ার পর বিস্মিত হন বেঙ্গালুরু অধিনায়ক।

কিন্তু বিস্ময়ের বাকি ছিল আরও। নবম ওভারে কার্তিক ত্যাগীকে চার মেরে ঝড় তোলার ইঙ্গিত দেন গ্লেন ম্যাক্সওয়েল। আবারও শর্ট বল দেন রাজস্থান বোলার। আরেকবার পুল করে ফাইন লেগের বাউন্ডারির ওপাড়ে বল আছড়ে ফেলতে চেয়েছিলেন। তার চাওয়া পূরণ হতোও।

ছয়ই হতে বসেছিল। কিন্তু মোস্তাফিজ যা দেখালেন, তাতে চোখ ছানাবড়া। বাউন্ডারি সীমানার সামনে দাঁড়িয়ে ক্যাচ ধরতে চেয়েছিলেন। বুঝতে পারেন তা হবে বোকামি। একটু সরে গিয়ে বাঁ হাত উঁচুতে তুলে লাফ দিলেন। যেন ভলিবল সোয়াট করলেন। তারপর বল সামনে ঠেলে দিয়েই ডান পা মাটিতে রেখে ভারসাম্য রক্ষা করতে চেয়েছিলেন। পারেননি, পড়ে যান বাউন্ডারির ওপাড়ে এবং দলের পাঁচ রান বাঁচান। এমন ফিল্ডিংয়ে রাজস্থানের সমর্থক তো বটেই, প্রতিপক্ষ বেঙ্গালুরুর সমর্থকরাও হাততালি দিয়ে অভিবাদন জানান মোস্তাফিজকে।

দারুণ ফিল্ডিংয়ের পাশাপাশি দলের তিন উইকেটের মধ্যে দুটিই নেন মোস্তাফিজ। অবশ্য রাজস্থান হার এড়াতে পারেনি। ১৭ বল হাতে রেখে ৭ উইকেটে জেতে বেঙ্গালুরু।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.