ক্রুজ শিপ কিনবে সি পার্ল

পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্রমণ খাতের কোম্পানি সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড তার ব্যবসার পরিধি বাড়াবে। এর অংশ হিসেবে কোম্পানিটি ক্রুজ-শিপ ট্যুর প্যাকেজ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। নিজস্ব ক্রুজ-শিপের মাধ্যমে এই ট্যুর প্যাকেজ পরিচালনা করা হবে।

ক্রুজ-শিপ ট্যুর প্যাকেজ শুরুর জন্য কোম্পানিটি ২টি ক্রুজ-শিপ কিনবে। এর জন্য আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৮ কোটি ৯০ লাখ টাকা।

আজ বুধবার (২২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ক্রুজ-শিপ কেনার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, প্রথম পর্যায়ে খুলনা-সুন্দরবন-খুলনা রুটে ক্রুজ-শিপে ট্যুর প্যাকেজ চালু করা হবে। আগামী অক্টোবর মাসে এই সেবা চালুর সময় নির্ধারণ করা হয়েছে।

সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড কক্সবাজারের ইনানী বিচে অবস্থিত রয়েল টিউলিপ কক্সবাজার এর মালিক। ১৫ একর জমির উপর প্রতিষ্ঠিত পাঁচ তারকা এই হোটেলে ৪৯৩টি কক্ষ ও স্যুট রয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.