মাইডাস ফাইন্যান্সের এজিএমে লভ্যাংশ অনুমোদন

পুঁজিবাজারে তালিখাভুক্ত কোম্পানি মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডের ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২০ সমাপ্ত হিসাব বছরের জন্য ঘোষিত ৫ শতাংশ (২.৫ শতাংশ নগদ ও ২.৫ শতাংশ বোনাস) লভ্যাংশ অনুমোদন করা হয়।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ সোমবার ২০ সেপ্টেম্বর, সকাল ১০টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানির এজিএম অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মিসেস রোকেয়া আফজাল রহমান। সভায় আরো উপস্থিত ছিলেন কোম্পানীর পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, এম. হাফিজ উদ্দিন খান, আবদুল করিম, আলী ইমাম মজুমদার, মোঃ শামসুল আলম, মোঃ শাহেদুল আলম, স্বতন্ত্র পরিচালক গোলাম রহমান, স্বতন্ত্র পরিচালক মিসেস নাজনিন সুলতানা, কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মুস্তাফিজুর রহমান, কোম্পানী সচিব তানভীর হাসান, এফসিএ এবং চীফ ফাইন্যান্সিয়াল অফিসার মিসেস নাসরিন আহমেদ।

অর্থসূচক/এসএ/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.