ময়মনসিংহ মেডিকেলে করোনায় আরও ৪ জনের প্রাণহানি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় দুইজন ও উপসর্গ নিয়ে মারা যান দুই জন।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

করোনায় আক্রান্ত হয়ে মৃতরা হলেন-ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার আব্দুল বারী (৭৫) ও টাঙ্গাইল ধনবাড়িরর গোলাম মোস্তফা (৬০)।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন-সদর উপজেলার নজিরন নেসা (৭০) ও নেত্রকোনা পুর্বধলার জোবেদা বেগম (৯০)।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, আইসিইউতে ছয়জনসহ হাসপাতালের করোনা ইউনিটে ১০৪ জন রোগী চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন আটজন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ জন।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৩৫৯ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৩৯ জন করোনা শনাক্ত হয়েছেন।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.