আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা দিলেন আমির

আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা দিয়েছেন মোহাম্মদ আমির। এই বাঁহাতি পেসার জানিয়েছেন, জাতীয় দলের বাছাইয়ের জন্যও তৈরি তিনি। আমিরের এমন মন্তব্য নিয়েই সংবাদ প্রকাশ করেছে পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তান।

তারা জানিয়েছে, মূলত প্রধান কোচ মিসবাহ উল হক ও বোলিং কোচ ওয়াকার ইউনিসের পদত্যাগের পরই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের ক্রিকেটের অন্যতম প্রতিভাবান এই পেসার। সোমবার আচমকা পাকিস্তান দলের কোচের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মিসবাহ ও ওয়াকার।

অবসর নেওয়ার পরই আমির জানিয়েছিলেন, ‘সত্যি বলছি, আমার মনে হয় না এই প্রশাসনের অধীনে আমি ক্রিকেট খেলতে পারব। আমি ক্রিকেট থেকে বিদায় নিচ্ছি। আমাকে মানসিকভাবে অত্যাচার করা হচ্ছে, আমি আর নিতে পারছি না। ২০১০-২০১৫ সময়টায় আমি যথেষ্ট দেখেছি। বারবার বলা হয়েছে বোর্ড আমার ওপর অনেক বিনিয়োগ করেছে।’

আমির অবসর নেওয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, তারা এই ক্রিকেটারের সিদ্ধান্তকে সম্মান দেখাচ্ছেন। সেই সঙ্গে তাকে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য আর বিবেচনা করা হবে না বলেও নিশ্চিত করেছিল তারা।

আমির তার ক্রিকেট ক্যারিয়ারে পাকিস্তানের হয়ে ৩৬ টেস্ট, ৬১ ওয়ানডে ও ৫০ টি-টোয়েন্টি খেলেছেন। তিন ফরম্যাট মিলিয়ে তিনি বল হাতে নিয়েছেন ২৫৯ উইকেট। এর মধ্যে টেস্টেই ১১৯ উইকেট পেয়েছেন আমির।

 

অর্থসূচক/এএইচআর

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.