সোহেলের জায়গায় বনানী থানায় নতুন পরিদর্শক

গ্রেপ্তার আতংকে দেশ থেকে পালিয়ে ভারতে গ্রেপ্তার বনানী থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানার জায়গায় নতুন একজনকে দায়িত্ব দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) হেডকোয়াটার্স।

বনানী থানায় সোহেল রানার স্থলাভিষিক্ত হচ্ছেন উত্তরা পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর গাজী। রোববার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আলমগীর গাজীসহ এদিন ডিএমপির পরিদর্শক (নিরস্ত্র) পদ মর্যাদার ২১ কর্মকর্তাকে রোববার বদলি করা হয়েছে।

সোহেল রানা আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের কথিত মালিকও।

সোনিয়া মেহজাবিন কাগজে-কলমে ই-অরেঞ্জের মালিক হলেও তার ভাই সোহেল রানা আড়ালে থেকে সব পরিচালনা করতেন বলে অভিযোগ রয়েছে।

ই-অরেঞ্জের হিসাব থেকে সোহেল রানার প্রায় আড়াই কোটি টাকা উত্তোলনেরও প্রমাণ পাওয়া গেছে। এরপর গত ২৮ আগস্ট ৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সোহেল রানাসহ ই-অরেঞ্জের ১০ জন মালিক-কর্মচারীর বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেন টিটু নামের একজন গ্রাহক। আদালতের নির্দেশে গত বৃহস্পতিবার মাঝরাতে গুলশান থানা পুলিশ মামলাটি গ্রহণ করে।

পরের দিন বনানী থানায় নিজ কর্মস্থলে যোগ দেননি সোহেল রানা। আর শনিবার ভারতীয় সংবাদমাধ্যম জানায়, অনুপ্রেবেশের অভিযোগে দেশটির নেপাল সীমান্ত থেকে তাকে আটক করেছে বিএসএফ।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.