তিতাসের ৩ কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ

নিজের ও নিকট আত্মীয়দের নামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৫ সেপ্টেম্বর) দুদকের একটি দল তাদের জিজ্ঞাসাবাদ করে। দুদক সচিব আনোয়ার হোসেন হাওলাদার এ তথ্য জানিয়েছেন।

অভিযুক্তরা হলেন- তিতাস গ্যাসের সিনিয়র সুপারভাইজার ও সিবিএ নেতা জাকির হোসেন, সিনিয়র বিক্রয় সহকারী ফয়েজ আহমেদ লিটন, বিক্রিয় সহকারী ও সিবিএ নেতা এস.এম. হারুণ আল রশিদ, সিনিয়র বিক্রয় সহকারী ও সিবিএ নেতা ফারুক আহমেদ ও সহকারী কর্মকর্তা মো. দেলোয়ার মোর্শেদ।

এর মধ্যে ফারুক আহমেদ ও মো. দেলোয়ার মোর্শেদ জিজ্ঞাসাবাদে উপস্থিত হননি।

দুদক সচিব জানান, জাকির হোসেনের মেটাবিবি-৩ এর নবীনবাগে ছয় তলা বাড়ি রয়েছে, স্ত্রীর নামে জুরাইন স্টেটে তিন কাঠা জমি রয়েছে ও পুরান ঢাকায় ফ্ল্যাট আছে। মো. দেলোয়ার মোর্শেদের নামে ঢাকায় ফ্ল্যাট আছে। বাকিদের বিরুদ্ধেও অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে। অবৈধভাবে লাইন সংযোগ স্থাপনের মাধ্যমে তারা এ সম্পদ অর্জন করেছেন। দুর্নীতির শিকড় যত গভীরে যাবে তদন্তকারী সংস্থা হিসেবে দুদকও সেখানে যাবে।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.