ময়মনসিংহ মেডিকেলে মৃত্যু আরও ৭

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে রোগী মৃত্যু বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তে কোনও রোগীর মৃত্যু না হলেও উপসর্গ নিয়ে সাতজন মারা গেছেন। মৃতদের মধ্যে ময়মনসিংহ জেলার ছয় এবং জামালপুরের একজন রোগী রয়েছেন। মারা যাওয়া রোগীদের মধ্যে তিনজন নারী ও চারজন পুরুষ। তাদের মধ্যে এক কিশোরও রয়েছে।

মৃতরা হলেন- ময়মনসিংহের নান্দাইল উপজেলার শাহনাজ বেগম (৪০), ঈশ্বরগঞ্জের মো. জিসান (১৬), সাহেব আলি (৮০), আনোয়ারা খাতুন (৪০), ভালুকার হাসমত আলি (৭৫), ফুলবাড়িয়ার আবুল হোসেন (৭০) ও জামালপুরের নাসিমা আক্তার (২২)।

এর আগে হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৩ সেপ্টেম্বর পাঁচ, ২ সেপ্টেম্বর তিন ও ১ সেপ্টেম্বর পাঁচজন রোগী মারা যান। হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান এসব তথ্য নিশ্চিত করে জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১৪ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১৩৭ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে আইসিউতে চিকিৎসা নিচ্ছেন আট জন। এছাড়া সুস্থ হয়ে ১৭ জন হাসপাতাল ছেড়েছেন।

সিভিল সার্জন নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ৩৮৭ টি নমুনা পরীক্ষায় ৩৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৯ দশমিক ৫৬ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ২৯৮ জন এবং সুস্থ হয়েছেন ১৯ হাজার ৩২৭ জন।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.