বাংলাদেশে সিরিজ জেতাই আমাদের মূল লক্ষ্য: কিউই অধিনায়ক

কদিন আগে বাংলাদেশে এসে ৪-১ ব্যবধানে সিরিজ হেরেছে অস্ট্রেলিয়া। ঘরে বসে প্রতিবেশি দেশের অসহায় আত্মসমর্পণ দেখেছে নিউজিল্যান্ড। অজিরা হারলেও বাংলাদেশে সিরিজে জিততে চান কিউই অধিনায়ক টম লাথাম।

বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের বাইরে রেখে অনেকটা আনকোড়া দল নিয়ে বাংলাদেশ সফরে এসেছে নিউজিল্যান্ড। এদিকে পূর্ণ শক্তির দল নিয়ে কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। তাই শক্তি আর সামর্থ্যের বিচারে সফরকারীদের বিপক্ষে এগিয়ে টাইগাররা। তবুও দলে কয়েকজন সম্ভাবনাময় ক্রিকেটার থাকায় ভালো করার স্বপ্ন দেখছেন লাথাম। মূলত ওয়ানডে ও টেস্ট ক্রিকেটার হওয়ায় টি-টোয়েন্টিতে খুব বেশি সুযোগ পান না তিনি।

দেশের হয়ে খেলা সব সময় অনুপ্রেরণা যোগায় জানিয়ে লাথাম বলেন, ‘আপনি যখন দেশের জন্য খেলবেন তখন নিজেকে অনুপ্রাণিত করা সহজ ব্যাপার। টি-টোয়েন্টিতে ব্যাক্তিগতভাবে আমি খুব বেশি সুযোগ পাইনি তাই এটা রোমাঞ্চকর এমনকি অন্যদের জন্যও।’

কয়েকদিন আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার মতো দলকে ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজে হারিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। পারফরম্যান্সই বলে দিচ্ছে ঘরের মাঠে কতটা অপ্রতিরোধ্য তারা। তবুও আত্মবিশ্বাস না হারানো ২৯ বছর বয়সি এই ক্রিকেটার জানিয়েছেন, ‘বেশিরভাগ ছেলেরা নিউজিল্যান্ডের হয়ে টি-টোয়েন্টি খেলেছে কিন্তু সম্ভবত তারা যতটা চায় ততটা নয়। ক্রিকেটের এমন একটি দলের সঙ্গে থেকে আমাদের সেখান থেকে উপভোগ করতে হবে। আমাদের বিশ্বাস করতে হবে এই কন্ডিশনে আমরা সফল হব। সিরিজ জেতা আমাদের মূল লক্ষ্য।’

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.