জাপান থেকে এলো আরো ৬ লাখেরও বেশি টিকা

কোভ্যাক্সের আওতায় জাপানের দেওয়া আরও ছয় লাখের বেশি অ্যাস্ট্রাজেনেকার টিকা দেশে পৌঁছেছে। শনিবার সন্ধ্যা সোয়া সাতটায় বিমানযোগে এসব টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৪ জুলাই জাপান থেকে প্রথম চালানে ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ, ৩১ জুলাই দ্বিতীয় চালানে ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ, ২ আগস্ট তৃতীয় চালানে ৬ লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ, ২১ আগস্ট চতুর্থ চালানে ৭ লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ টিকা দেশে পৌঁছায়। আর সর্বশেষ পঞ্চম চালানে শনিবার আরও ছয় লাখ ৩৪ হাজার ৯০০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা দেশে পৌঁছাল।

সব মিলিয়ে জাপান থেকে মোট ৩০ লাখ ৫৯ হাজার ৬৪০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা পেল বাংলাদেশ।

কোভ্যাক্স সুবিধার আওতায় জাপান বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকার টিকার ৩০ লাখ ডোজ দেওয়ার কথা ছিল। শনিবার শেষ চালান পাঠানোর মধ্য দিয়ে দেশটি তার প্রতিশ্রুতি পূরণ করল।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.