স্বামী হত্যার দায়ে স্ত্রীসহ ৪ জনের যাবজ্জীবন

মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর গ্রামের আলম হত্যা মামলায় তার দ্বিতীয় স্ত্রী সাফিয়া খাতুনসহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত অন্যরা হলেন- চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের খোকন, চন্দ্রপুর গ্রামের গ্রামের মুকুল ও আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর গ্রামের আসাদুল।

মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ৩১ জুলাই বলিয়ারপুর গ্রামের একটি পাটক্ষেতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ পাওয়া যায়। পরে মর্গে থাকা অবস্থায় নিহত আলমের পরিবার মরদেহ শনাক্ত করে। এ ঘটনায় ওইদিনই সদর থানার এসআই শওকত বাদী হয়ে ৭/৮ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা করেন।

মামলা তদন্ত শেষে ২০০৭ সালের ৩০ সেপ্টম্বর চারজনকে আসামি করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.