সিলেটে করোনায় মৃত্যু ১ হাজার ছাড়ালো

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস আক্রান্ত হয়ে সিলেট বিভাগে আরও নয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে করোনায় মোট মৃত্যু এক হাজার পাঁচজনে দাঁড়ালো। এছাড়া বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে মোট ৩৮৭ জন করোনা রোগী চিকিৎসা নিচ্ছেন।

মঙ্গলবার (২৪ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে। মারা যাওয়া নয়জন সিলেট জেলার বাসিন্দা। বিভাগে মোট মৃত এক হাজার পাঁচ জনের মধ্যে এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৯০ জনসহ সিলেট জেলাতেই ৮২০ জন। এছাড়া সুনামগঞ্জের ৬৯, মৌলভীবাজারের ৭০ ও হবিগঞ্জের ৪৬ জন রয়েছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ২০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ওসমানী হাসপাতালে ২০ জনসহ সিলেট জেলায় ১২৩ জন। এছাড়া সুনামগঞ্জের ১৮, মৌলভীবাজারের ৩২ ও হবিগঞ্জের ৩১ জন। এক হাজার ৩৮৫টি নমুনা পরীক্ষা করে তাদের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ১৪.৭৩ শতাংশ। বিভাগে এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ৫১ হাজার ৬২৫ জনের। সর্বোচ্চ ৩১ হাজার ৯০৪ জন শনাক্ত হয়েছে সিলেট জেলায়।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.