ইংল্যান্ডের মনোবল ভেঙে দিয়েছে ভারত

লর্ডস টেস্টে পঞ্চম দিনের শুরুতেও জয়ের পাল্লাটা ভারতের চেয়ে ভারি ছিল ইংলিশদের। কিন্তু শেষ দিনের নাটকীয়তায় হার নিয়ে মাঠ ছাড়তে হয় জো রুটের দলকে। সাবেক ভারতীয় ক্রিকেটার সুনিল গাভাস্কার মনে করছেন, লর্ডস টেস্ট জিতে ইংল্যান্ডের মনোবল ভেঙে দিয়েছে ভারত।

পাঁচ ম্যাচের এই টেস্ট সিরিজের প্রথম টেস্ট ড্র হলেও, দ্বিতীয় টেস্ট জিতে ১-০ তে এগিয়ে আছে বিরাট কোহলির দল। এ প্রসঙ্গে গাভাস্কার বলেন, ‘ইংল্যান্ডের মনোবল ভেঙে দিয়েছে ভারত। স্বাগতিকদের সিরিজে টিকে থাকতে হলে অসাধারণ কিছু করতে হবে। ক্রিকেট অনিশ্চয়তার খেলা এবং বেশ নাটকীয়ভাবে মোড় নিতে পারে কিন্তু এখানে (সিরিজে) এমন কিছু হলে সেটা বিস্ময়কর হবে।’

লর্ডস টেস্টে শেষ দিনের শুরুতেও ম্যাচে দাপট ছিল ইংল্যান্ডের। কিন্তু লোয়ার অর্ডারে জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ শামির অসাধারণ ব্যাটিংয়ে চ্যালেঞ্জিং টার্গেট দেয় ভারত। বড় লক্ষ্য তাড়া করতে নেমে ১২১ রানেই অলআউট হয় ইংল্যান্ড। লর্ডস টেস্ট প্রসঙ্গে গাভস্কার বলেন, ‘পঞ্চম দিনের শুরুতে সাধারণত সবাই ভেবছিল ইংল্যান্ড জিতবে কিন্তু শেষ দিনের পিচে ১৮০ রানও কঠিন, যেখানে ইংল্যান্ড ১২১ রানে অলআউট হয়েছিল এবং বড় ব্যবধানে হেরেছিল।’

এই সিরিজে ইংল্যান্ডের ব্যাটিং ব্যার্থতা চোখে পড়ার মতো। বিশেষ করে ইংলিশ টপ অর্ডার ধারাবাহিক ভাবে ব্যর্থ। তবে ইংলিশ ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র রুট ছিলেন সাবলীল। রুটের ব্যাটিং প্রসঙ্গে গাভস্কার বলেন, ‘তাদের ব্যাটিং এতটাই রুটের উপর নির্ভর করে যে, যদি সে এক প্রান্ত আগলে না রাখে তাহলে ইনিংস নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।’

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.