মঙ্গলবার থেকে বাংলাদেশ দলের কোয়ারেন্টাইন শুরু

গত ২০ আগস্ট ইংল্যান্ড থেকে বাংলাদেশে এসে পৌঁছেছেন নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার কলিন ডি গ্রান্ডহোম এবং ফিন অ্যালেন। তাদের সঙ্গে এসেছিলেন একজন পর্যবেক্ষক দলের সদস্যও। এর আগে ১৭ আগস্ট বাংলাদেশে পা রেখেছেন নিউজিল্যান্ডের পর্যবেক্ষক দলের দুই সদস্য।

বাংলাদেশে আসার পর থেকেই তারা রুম কোয়ারেন্টাইনে ছিলেন। আজ থেকেই শেষ হচ্ছে তাদের কোয়ারেন্টাইন। এ ছাড়া মঙ্গলবার বাংলাদেশে আসবে নিউজিল্যান্ডের পুরো দল। সেই সঙ্গে বাংলাদেশ দলের ক্রিকেটার ও ম্যাচ অফিসিয়ালরা ২৪ আগস্ট থেকে তিনদিনের কোয়ারেন্টাইনে থাকবেন। এর আগে ২২ ও ২৩ আগস্ট হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা।

এ প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরি বলেন, ‘বাংলাদেশ দলের খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের সদস্যরা, ম্যাচ অফিসিয়ালরা ২২ এবং ২৩ তারিখ রুম কোয়ারেন্টাইন শেষ করে ২৪ তারিখ থেকে বাবলে প্রবেশ করবেন। নিউজিল্যান্ডের প্রতিনিধি দলের দুই জন সদস্য ১৭ তারিখ। আর একজন সদস্য ২০ তারিখে বাংলাদেশে এসেছেন। ২০ তারিখ ইংল্যান্ড থেকে নিউজিল্যান্ডের দুজন খেলোয়াড় এসেছেন। সবাই এই পর্যন্ত হোটেলে রুম কোয়ারেন্টাইনে আছেন। ২৩ তারিখ আজকে হোটেল কতৃপক্ষ বিসিবি এবং নিউজিল্যান্ডকে হোটেলের ব্যবস্থাপনা বুঝিয়ে দেবে।’

দেবাশিষ আরও বলেছেন, ‘২৪ তারিখ নিউজিল্যান্ড দল বাংলাদেশে আসছে। বাংলাদেশ দল ও নিউজিল্যান্ড দল সেই সঙ্গে খেলা পরিচালনার জন্য যারা আছেন তারা ২৪, ২৫ ও ২৬ তারিখে তিনদিনের রুম কোয়ারেন্টাইন করবেন হোটেলে। এই তিনদিন দুই দফা পরীক্ষা হবে। এই পরীক্ষার ভিত্তিতে ২৭ তারিখ থেকে তারা বায়ো বাবলের বাইরে আসতে পারবেন। অনুশীলন ও অন্যান্ন কার্যক্রম শুরু করতে পারবেন।’

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.