কাবুলে গভর্নর নিয়োগ দিল তালেবান

কাবুল দখলের পর শহরে দৈনন্দিন জীবন স্বাভাবিক করতে সব চেষ্টা চালাচ্ছে তালেবান বাহিনী। এরই ধারাবাহিকতায় রাজধানী কাবুলে নতুন গভর্নর নিয়োগ দিয়েছে তালেবান।

কাতারে থাকা তালেবানের রাজনৈতিক কার্যালয়ের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, মৌলভি আবদুর রহমান মনসুরকে কাবুলের নতুন গভর্নর করা হয়েছে। তিনি শাহিকোট যুদ্ধে মারা যাওয়া মৌলবি সাইফুর রহমানের ভাই। তার বাবা মৌলভি নাসরুল্লাহও আফগানিস্তানে যুদ্ধে প্রাণ হারিয়েছেন।

মৌলভি মনসুর বলেছেন, রাজধানী কাবুলের পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।

যেসব দুষ্কৃতকারী বিভিন্ন বাড়িঘর ও দোকানপাটে লুটপাট করছে, তাদের ধরতে অভিযান শুরু হয়েছে। এছাড়া কাবুলের বাসিন্দাদের জন্য একটি সমন্বিত হটলাইন নম্বর চালুর কথা জানিয়েছে তালেবান।

উল্লেখ্য, মার্কিন বাহিনী গত মে থেকে নিজেদের প্রত্যাহার প্রক্রিয়া শুরুর পরই তালেবান বাহিনী ধারাবাহিকভাবে আফগানিস্তানের বিভিন্ন অংশ দখল করে নিয়েছে। গতকাল রোববার তারা রাজধানী কাবুলে দখল করে এবং কার্যত দেশটির শাসন ক্ষমতা এখন তাদেরই হাতে।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.