বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

অটোমেটেড চালান সিস্টেম বাস্তবায়নে আজ মঙ্গলবার (১৭ আগস্ট) একটি চুক্তি স্বাক্ষর করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল।

ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা ও বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার মো. ফোরকান হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এ. কে. এম মহিউদ্দিন আজাদ, ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জে.কিউ.এম. হাবিবুল্লাহ, এফসিএস, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাহবুব আলম এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান ভূঁইয়াসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ সেবার মাধ্যমে আয়কর ও পাসপোর্ট ফিসহ সরকারি রাজস্ব ও ফি ইসলামী ব্যাংকের শাখা ও উপশাখার মাধ্যমে পরিশোধ করা যাবে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.