নিউজিল্যান্ডকেও বার্তা দিয়ে রাখলেন মাহমুদউল্লাহ

ঘরের মাঠে টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি, যে কোন ফরম্যাটই হোক না কেন বাংলাদেশ ভালো দল, এটার প্রমাণ তারা দিয়েছেন বহুবার। ঘরের মাঠে ডেকে এনে বড় বড় দলগুলোর বিপক্ষে জয়ের স্বাদ পেয়েছে টাইগাররা। বহুল প্রতিক্ষিত অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যধানে জিতে নিয়েছে বাংলাদেশ। এই সিরিজের পরপরই আবার নিউজিল্যান্ডের বিপক্ষে একই সংখ্যক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবেন টাইগাররা।

অজিদের বিপক্ষে সিরিজ শেষের পর টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ জানালেন, ‘আমরা সবসময় বিশ্বাস করি ঘরের মাঠে আমরা খুবই ভালো দল। বাংলাদেশে যে দলই আসুক না কেন তাদের আমরা চ্যালেঞ্জ জানাতে প্রস্তুতি আছি এবং আমরা ঘরের মাঠের প্রত্যেকটা সিরিজ জিততে চাই। যদিও র্যাংকিং এটা দেখাবে না। আমি সবসময় বিশ্বাস করি টি-টোয়েন্টিতে ভালো দল হবার মতো সবরকম সামর্থ্য আমাদের রয়েছে।’

টি-টোয়েন্টি অধিনায়কের মুখেও ধ্বণিত হলো ঘরের মাঠে তাদের শ্রেষ্ঠত্বের কথা। একই সঙ্গে জিততে চান ঘরের মাঠের যে কোন সিরিজ। এত করেই বোঝা যাচ্ছে, নিউজিল্যান্ডকে যেন আকার-ইঙ্গিতে পরিষ্কার বার্তা দিয়ে রাখলেন টি-টোয়েন্টি অধিনায়ক।

অস্ট্রেলিয়া সিরিজে দারণ বল করতে দেখা গেছে বাংলাদেশের বোলারদের। ৫ম টি-টোয়েন্টি শেষে মাহমুদউল্লাহ জানালেন, ‘সিরিজ শুরুর আগে আমি বোলারদের সঙ্গে আলোচনায় বসেছিলাম। তাদেরকে বলেছিলাম জয়ের দায়িত্বটা নিতে হবে এবং তাদেরকেই জেতাতে হবে। কিন্তু এটা দারুণ দলগত অবদানের ফল। প্রত্যেকটা ম্যাচে ছেলেরা যেভাবে লড়েছে তা দেখা সত্যিই প্রশাংসাযোগ্য।’

অর্থসূচক/এএইচআর

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.