চট্টগ্রামে আরও একজন ব্ল্যাক ফাঙ্গাস রোগী শনাক্ত

চট্টগ্রামে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত আরও এক রোগী শনাক্ত হয়েছেন। ৪৮ বছর বয়সী পুরুষ ওই রোগী চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত রোগী করোনায় আক্রান্ত নন। তবে তিনি করোনা আক্রান্ত রোগীদের সংস্পর্শে এসেছিলেন।

চমেক হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. সুজাত পাল জানান, গত ৫ আগস্ট এই রোগীর মিউকরমাইকোসিস (ব্ল্যাক ফাঙ্গাস) ধরা পড়ে এবং পরদিনই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি বলেন, যথাযথ পরীক্ষার পর জানা গেছে তিনি মিউকরমাইকোসিসে আক্রান্ত হয়েছেন। এটি এক ধরনের ছত্রাকের সংক্রমণ, যা কালো ছত্রাক নামে পরিচিত।

এর আগে গত জুলাইয়ে চট্টগ্রামে এক নারীর শরীরে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ ধরা পড়ে।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.