ডি ভিলিয়ার্সকে নিয়ে বোমা ফাঁটালেন তাঁরই সাবেক সতীর্থ

দক্ষিণ আফ্রিকা হয়ে পাঁচ ম্যাচের বেশি খেলার সুযোগ হয়নি খায়া জন্ডোর। তার ক্যারিয়ার লম্বা না হওয়ার কারণ হিসেবে এবি ডি ভিলিয়ার্সকে দুষলেন তিনি। জন্ডোর যখন অভিষেক হয় তখন দলের অধিনায়ক ছিলেন ডি ভিলিয়ার্স। জন্ডোর মতে ডি ভিলিয়ার্সের বাজে সিদ্ধান্তের কারণেই জাতীয় দলে জায়গা হারিয়েছেন তিনি।

২০১৮ সালের ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় জন্ডোর। আর ক্যরিয়ারের শেষ ম্যাচও খেলেছেন সে বছরের অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে। তার এই নয় মাসের ক্যারিয়ারে সুযোগ পেয়েছেন কেবল পাঁচ ওয়ানডেতে। ছোট বেলা থেকেই ডি ভিলিয়ার্সকে আইডল মানতেন জন্ডো। কিন্তু একবার তাঁকে ডেকে নিয়ে ডি ভিলিয়ার্স বলেছিলেন তোমার জাতীয় দলে খেলা উচিত নয়।

দক্ষিণ আফ্রিকার সাবেক এই মারকুটে ব্যাটসম্যানের বিরুদ্ধে এমন অভিযোগ আনার পাশাপাশি জন্ডো জানিয়েছেন, ‘অধিনায়ক হিসেবে তার প্রতি সব শ্রদ্ধাবোধ হারিয়ে ফেলেছি সেই মুহূর্তেই যখন তিনি, আমাকে তার নিজের ইচ্ছামতো ব্যাখ্যা করেছিলেন। তাকে আমি আমার ক্রিকেট গুরু মানতাম কারণ আমি বিশ্বাস করতাম তিনি কখনই আমাকে তার নিজের ইচ্ছামতো বিচার করবেন না। আমি সবসময় তার সিদ্ধান্ত মেনে নিতাম।’

তিনি বলেন, ‘অধিনায়ক (ডি ভিলিয়ার্স) আমাকে ডেকে এক পাশে নিলেন এবং বললেন, তিনি মনে করেন আমাকে দলে খেলানো উচিত না। তিনি আমাকে বুঝানোর চেষ্টা করলেন এবং তার মতো করে সিদ্ধান্ত নিলেন।’

পাঁচ ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারে শুধুমাত্র ওয়ানডেতেই খেলার সুযোগ পেয়েছিলেন জন্ডো। যেখানে তিনি ৩৫.৫ গড়ে রান করেছেন ১৪২। তার এই ছোট্ট ক্যারিয়ারে হাফ সেঞ্চুরির দেখাও পেয়েছেন একবার। জন্ডো আরও বলেন, ‘আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম এবং দল থেকেও নিজেকে গুটিয়ে রেখেছিলাম কারণ আমি জানতাম আমাকে দলের আর প্রয়োজন নেই।’

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.