নেত্রকোনায় মোবাইল কোর্টে সাজা পাওয়া ২ শিশুর মুক্তি

নেত্রকোনার আটপাড়া উপজেলায় মোবাইল কোর্টের মাধ্যমে দণ্ড পাওয়া দুই শিশুকে মুক্তি দেওয়া হয়েছে। আজ বুধবার (০৪ আগস্ট) দুই শিশুর করা আপিল শুনানি নিয়ে তাদের মুক্তি দেওয়া হয়।

সুপ্রিম কোর্টের মুখপাত্র সাইফুর রহমানকে নেত্রকোনার জেলা প্রশাসক বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে সাইফুর রহমান বলেন, নেত্রকোনায় শিশুদের সাজা দেওয়ার বিষয়টি হাইকোর্ট বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমের একক ভার্চুয়াল বেঞ্চের নজরে আনা হয়। আদালত তখন দুই শিশুকে মুক্তি দেওয়ার বিষয়ে নির্দেশ দিয়ে নেত্রকোনার ডিসিকে অবহিত করার জন্য নির্দেশ দেন। পরে নেত্রকোনা ডিসিকে টেলিফোনে আদালতের আদেশের বিষয়টি অবগত করা হয়। তখন তিনি জানান, ওই দুইজন শিশুকে ইতোমধ্যে আপিল শুনানি করে মুক্তি দেওয়া হয়েছে।

এর আগে দুই শিশুর মুক্তি চেয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিমকে একটি চিঠি দেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

গত ৪ আগস্ট একটি জাতীয় দৈনিকে ‘বাল্যবিবাহ নিরোধ আইনে দুই শিশুকে দণ্ড’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে নেত্রকোনার আটপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিবাহ নিরোধ আইনে দুই শিশুকে এক মাসের সাজা দিয়েছেন বলে উল্লেখ করা হয়।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.