সবার মাঝে জয়ের ক্ষুধা ছিল: মাহমুদউল্লাহ

ঘরের মাঠে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ১৩২ রানের সহজ লক্ষ্য দিয়েও বোলারদের নৈপূণ্যে ২৩ রানের জয় পেয়েছে বাংলাদেশ। নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে প্রথমবারের মতো অজিদের হারানোর কীর্তি গড়ে স্বাগতিকরা।

ঢাকার মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এদিন টসে হেরে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩১ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। যেখানে মিরপুরের ধীরগতির উইকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৬ রানের ইনিংস খেলেন সাকিব আল হাসান।

এ ছাড়া নাইম শেখ ৩০ এবং শেষ দিকে আফিফ হোসেন করেছেন ২৩ রান। সহজ লক্ষ্য ছুঁড়ে দিলেও বোলারদের কল্যাণে শুরু থেকেই অজিদের চেপে ধরে স্বাগতিকরা। তাতে নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমানদের আঁটসাঁট বোলিংয়ে সহজেই জিতে নেয় টাইগাররা।

ম্যাচ শেষে এ প্রসঙ্গে মাহমুদউল্লাহ বলেন, ‘এই জয়ের পরও আমরা মাটিতে পা রাখছি। আমরা জয় পেয়েছি, এটা শেষ। এখন সময় হলো পরবর্তী ম্যাচের দিকে লক্ষ্য রাখা এবং প্রথম বল থেকেই আমরা প্রাধান্য বিস্তার করার চেষ্টা করবো। আমাদের মাটিতেই পা রাখতে হবে।

অভিজ্ঞ এই ক্রিকেটার আরো বলেন, ‘আমরা দলগতভাবে আলোচনা করেছি এবং আমাদের ১০ রান কম ছিল। তাই আমাদের ভালো ফিল্ডিং করা দরকার ছিল। এটা দারুণ ব্যাপার যে মাঠে সবার মাঝে জয়ের ক্ষুধা ছিল। বোলাররা দারুণভাবে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করেছে। প্রথম বল থেকেই আক্রমণাত্বক মনোভাবের দরকার ছিল, এটা আমরা করতে পেরেছি।’

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.