আগস্টে ডেঙ্গুর প্রকোপ বাড়বে: মেয়র আতিক

করোনাভাইরাস মহামারির মধ্যেই আগস্টে ডেঙ্গুর প্রকোপ বাড়বে বলে শঙ্কা প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

রোববার ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশা নিয়ন্ত্রণে উত্তরা এলাকায় প্রচার চালাতে গিয়ে তিনি এই আশঙ্কার কথা বলেন।

মেয়র বলেন, মহামারির মধ্যেই আমরা ডেঙ্গুর চ্যালেঞ্জের মুখে পড়েছি। এই চ্যালেঞ্জে আমরা খুব খারাপ একটা অবস্থায় আছি। আগস্টে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়বে। এজন্য আমরা উত্তর সিটি করপোরেশন থেকে এডিস মশার উৎস নির্মূলে এই অভিযান শুরু করেছি।

তিনি বলেন, নির্মাণাধীন বাসাবাড়ি এবং বহুতল ভবনে এডিস মশার লার্ভা বেশি পাওয়া যাচ্ছে। আমাদেরকে বাধ্য করবেন না সাইটে গিয়ে জেল-জরিমানা করতে। যখন আমরা গিয়ে লার্ভা পাবো, অবশ্যই আমাদের ম্যাজিস্ট্রেটরা তাদের আইনের আওতায় আনবেন।

মেয়রের সঙ্গে এ সময় ঢাকা উত্তরের ওয়ার্ড কাউন্সিলর, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.