ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার এলাকায় ধীরগতি

অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২০ কিলোমিটার এলাকায় ধীরগতিতে চলছে যানবাহন। রবিবার (১ আগস্ট) ভোররাত থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপার হতে টাঙ্গাইলের রাবনা পর্যন্ত ২০ কিলোমিটার এলাকায় যানবাহনের ধীরগতির সৃষ্টি হয়। এতে দুর্ভোগ পোহাচ্ছেন কর্মস্থলে ফেরা মানুষ।

সরেজমিন দেখা যায়, মহাসড়কের রাবনা, বেথইর, বিক্রমহাটি, রসুলপুর, পুংলি ও এলেঙ্গাতে ঢাকামুখী যানবাহনের দীর্ঘ চাপ রয়েছে।

আজও খোলা ট্রাক, পিকআপভ্যান, প্রাইভেকটার, মাইক্রোবাস, মোটরসাইকেলের পাশাপাশি গণপরিবহনে করে রাজধানীর কর্মস্থলে ফিরছেন শ্রমিক ও কর্মীরা। কাউকে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পুলিশের কোনও তৎপরতাও দেখা যায়নি।

এ বিষয়ে জানতে মহাসড়কের এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত ও বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ফোন ধরেননি।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.