আগামী সপ্তাহে পুঁজিবাজারে লেনদেন হবে ৩ দিন

করোনাভাইরাস অতিমারি পরিস্থিতির মারাত্মক অবনতি হওয়ায় আগামী সপ্তাহে সাপ্তাহিক ছুটির বাইরেও ব্যাংকে বাড়তি ২ দিন লেনদেন বন্ধ থাকবে। একই কারণে ওই দু’দিন বন্ধ থাকবে পুঁজিবাজারের লেনদেনও।

সংশ্লিষ্ট সূত্রে এই থ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, করোনা সংক্রমণের ঝুঁকি কিছুটা কমাতে আগামী সপ্তাহে রোববার (১ আগস্ট) ও বুধবার (৪ আগস্ট) ব্যাংক লেনদেন বন্ধ থাকবে।  আর ব্যাংক বন্ধ থাকার কারণে এ দু’দিন লেনদেন বন্ধ থাকবে পুঁজিবাজারে। সে ক্ষেত্রে সোমবার (২ আগস্ট), মঙ্গলবার (৩ আগস্ট) ও বৃহস্পতিবার (৪ আগস্ট) লেনদেন হবে পুঁজিবাজারে।

যে তিনদিন পুঁজিবাজার খোলা থাকবে, সে তিনদিন সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত লেনদেন হবে বাজারে। সকাল পৌনে ১০টা থেকে ১০ টা পর্যন্ত প্রি-ওপেনিং সেশন এবং বেলা২টা থেকে সোয়া ২টা পর্যন্ত পোস্ট-ক্লোজিং সেশন থাকবে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.