করোনা ও উপসর্গে বরিশালে আরও ২০ জনের মৃত্যু

বরিশাল বিভাগের ছয় জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ৮২২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। যা নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩০ হাজার ৫৭৪ জনে।

আজ মঙ্গলবার (২৭ জুলাই) বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১১ জন এবং করোনা ওয়ার্ডে পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে শুধুমাত্র শেবাচিম হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডেই উপসর্গ নিয়ে ৭শ ৪৫ জন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়ে ২৮৮ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে পটুয়াখালীতে দুই, পিরোজপুরে চার, বরগুনাতে দুই এবং ঝালকাঠিতে একজন সহ মোট নয়জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যা নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৪৩৭ জনে দাঁড়িয়েছে।

আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন ২৯৩ জন নিয়ে মোট ১২ হাজার ৯৭৭ জন, পটুয়াখালী জেলায় নতুন ১১৭ জন নিয়ে মোট ৩ হাজার ৭৮৩ জন, ভোলা জেলায় নতুন ১২০ জনসহ মোট ৩ হাজার ২২৬ জন, পিরোজপুর জেলায় নতুন ১৩৫ জনসহ মোট ৪ হাজার ১৪১ জন, বরগুনা জেলায় নতুন ৮৮ জন নিয়ে মোট আক্রান্ত ২ হাজার ৬৭৪ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ৬৯ জন নিয়ে মোট দাঁড়িয়েছে ৩ হাজার ৭৭৩ জন।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.