মুনিয়ার মৃত্যু: বসুন্ধরা এমডিকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন

রাজধানীর গুলশানে কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার (২১) আত্মহত্যা প্ররোচণার মামলায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে কোনো প্রমাণ পায়নি পুলিশ। তাই মামলাটিতে আনভীরকে অব্যাহতি দিয়ে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করেছে গুলশান থানা পুলিশ।

গত ১৯ জুলাই আদালতে প্রতিবেদনটি দাখিল করা হয়। আজ বৃহস্পতিবার (২২ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মুনিয়ার আত্মহত্যা প্ররোচনা মামলায় বসুন্ধরা এমডি সায়েম সোবহান আনভীরের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি মর্মে তাকে তদন্ত প্রতিবেদনে অব্যাহতি দেওয়া হয়েছে। আগামী ২৯ জুলাই এ বিষয়ে শুনানির জন্য দিন নির্ধারণ করেছেন আদালত।

গত ২৬ এপ্রিল রাতে গুলশানের একটি ফ্ল্যাট থেকে মুনিয়ার মরদেহ উদ্ধারের পর দায়ের হওয়া মামলায় আসামি করা হয় বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী গোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে। মামলায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়।

মুনিয়া মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লায়।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.