কুষ্টিয়ায় করোনায় আরও ২০ জনের মৃত্যু

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ছয় জন। এ সময় ৭২১টি নমুনা পরীক্ষায় ২০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৮ দশমিক ২৯ শতাংশ।

এর আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ১২ জনের মৃত্যু হয়। এ ছাড়াও উপসর্গ নিয়ে মারা যান আট জন। একই সময়ে ৯৮৮টি নমুনা পরীক্ষায় ২০৫ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ২০ দশমিক ৭৫ শতাংশ।

করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আশরাফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, মারা যাওয়া ২০ জনই কুষ্টিয়া স্বাস্থ্য বিভাগের অধীনে চিকিৎসাধীন ছিলেন।

তিনি আরও জানান, কাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ২০০ শয্যার করোনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছেন ২৫৬ জন এবং জেলায় হোম আইসোলেশনে আছেন তিন হাজার ৬৫৯ জন।

কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ১৭১ জন এবং মারা গেছেন ৪০৯ জন।

বর্তমানে স্বাস্থ্য বিভাগের তালিকায় জেলায় মোট আক্রান্ত রোগী আছেন তিন ৯১৫ জন।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.