শান্তা ফার্স্ট ইনকাম ইউনিট ফান্ডের লভ্যাংশ ঘোষণা

শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড পরিচালিত শান্তা ফার্স্ট ইনকাম ইউনিট ফান্ডের ইউনিটহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। সর্বশেষ বছরের জন্য ইউনিটহোল্ডাররা ২০ দশমিক ৫০ শতাংশ হারে নগদ লভ্যাংশ পাবেন।

আজ বুধবার (১৪ জুলাই) অনুষ্ঠিত ফান্ডের ট্রাস্টি কমিটির সভায় ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত  হিসাববছরের নিরীক্ষিত আর্থিক ফলাফল পর্যালোচনা করে আলোচিত হারে লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত হয়। ৩০ জুন, ২০২১ তারিখে যাদের হাতে ফান্ডের ইউনিট ছিল, তারা এ লভ্যাংশ পাবেন।

সর্বশেষ বছরে ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ২ টাকা ৮৮ পয়সা। আগের বছর ইউনিট প্রতি ১ টাকা ৯ পয়সা লোকসান ছিল।

শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, আলোচ্য বছরে ফান্ডটির রিটার্ন ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকের রিটার্নের চেয়ে প্রায় ৮ শতাংশ বেশি। গত অর্থবছরে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স এর রিটার্ন ছিল ৫৪ দশমিক ২ শতাংশ। এই সময়ে শান্তা ফার্স্ট ইনকাম ইউনিট ফান্ডে ৬২ দশমিক ৫ শতাংশ রিটার্ন হয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.