সিদ্ধান্ত বদলিয়েছেন মুশফিক, খেলবেন টি-টোয়েন্টি সিরিজও

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ শেষ হয়েছে, আগামী ১৬, ১৮ ও ২০ জুলাই অনুষ্ঠিত হবে ৩ ম্যাভের ওয়ানডে সিরিজ। এই সিরিজ খেলেই দেশে ফেরার কথা ছিল মুশফিকুর রহিমের।

টানা কোয়ারেন্টিনের ঝামেলা এড়াতে সফরে যাবার আগেই মুশফিকুর রহিম নির্বাচকদের কাছে আবেদন করেন, টি-টোয়েন্টি দলে যেন বিবেচনা না করা হয় তাকে।

তবে এখন সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন দেশের সেরা এই ব্যাটসম্যান। ২৩ জুলাই থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও খেলবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

এর কারণ হিসেবে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানান, ওয়ানডে খেলে ফিরে আসলে জৈব সুরক্ষাবলয়ের বাইরে চলে যেতে হবে। তখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হোম সিরিজ খেলতে সমস্যায় পড়তে হতে পারে। তাই টি-২০ সিরিজেও মুশফিককে পাবে বাংলাদেশ দল।

আগামী আগস্টে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ রয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। সিরিজটি অনুষ্ঠিত হবে ২ আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.