করোনায় আজও দুই শতাধিক মৃত্যু

করোনা মহামারির তাণ্ডবে টালমাটাল বিশ্ব। বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে চলছে করোনার দ্বিতীয় ঢেউ। এর মধ্যে এপ্রিল মাসে দেশে হঠাৎ করেই করোনা রোগী শনাক্ত ও মৃত্যুতে ব্যাপক উল্লম্ফন হয়। মাঝে কিছুদিন শনাক্ত ও মৃত্যু কমলেও আবারও ভয়াবহ আকার ধারণ করেছে করোনা। গত ২৪ ঘণ্টায় শনাক্ত ও মৃত্যু- দুটোই কমেছে।

গত ২৪ ঘণ্টায় দেশে ১২ হাজার ১৯৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। গতকাল সোমবার (১২ জুলাই) করোনা শনাক্ত হয় ১৩ হাজার ৭৬৮ জনের, যা একদিনে এ যাবতকালের সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এর আগে রোববার (১১ জুলাই) দেশে নতুন রোগী শনাক্ত হয় ১১ হাজার ৮৭৪ জন।

আগের সাত দিনে দেশে যথাক্রমে ১৩৭৬৮, ১১৮৭৪, ৮৭৭২, ১১৩২৪, ১১৬৫১, ১১১২৬ ও ১১৫২৫ জন রোগী শনাক্ত হয়।

সর্বশেষ তথ্য অনুসারে দেশে নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৪৭ হাজার ১৫৫ জনে।

গত ২৪ ঘণ্টায় দেশে ৪১ হাজার ৭৫৫টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্ত হার ২৯ দশমিক ২১ শতাংশ।

এর আগের ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ৪৪ হাজার ৬৭টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার করা হয় ৭০ লাখ ৫৬ হাজার ৯৮৯ জনের। মোট শনাক্তের হার ১৪ দশমিক ৮৪ শতাংশ।

আজ মঙ্গলবার (১৩ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।


একনজরে দেশের করোনার চিত্র

নতুন করে শনাক্ত হয়েছেন: ১২১৯৮ জন

মোট আক্রান্তের সংখ্যা: ১০৪৭১৫৫ জন

২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে: ২০৩ জনের

মোট মৃত্যু হয়েছে: ১৬৮৪২ জনের

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন: ৭৬৪৬ জন

মোট সুস্থ হয়েছেন: ৮৮৯১৬৭ জন


গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২০৩ জন মারা গেছেন। রোববার (১১ জুলাই) করোনায় মারা যান ২৩০ জন, যা এযাবৎ কালের সর্বোচ্চ মৃত্যু।

গত সাত দিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন যথাক্রমে ২২০, ২৩০, ১৮৫, ২১২, ১৯৯, ২০১ ও ১৬৩ জন।

সর্বশেষ তথ্য অনুসারে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৮৪২ জনে। মোট শনাক্তকৃত রোগীর বিপরীতে মৃত্যুর হার এক দশমিক ৬১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৭ হাজার ৬৪৬ জন সুস্থ হয়েছেন বলে জানানো হয়েছে। দেশে এখন পর্যন্ত করোনা থেকে মোট সুস্থ হয়েছেন আট লাখ ৮৯ হাজার ১৬৭ জন। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক শুন্য ৯১ শতাংশ।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.