বরিশালে করোনায় আরও ১৫ জনের মৃত্যু, সর্বোচ্চ শনাক্ত ৮৭৯

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় এ বিভাগে নতুন করে আরও ৮৭৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা এ যাবতকালের সর্বোচ্চ। আর এই সময়ে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১৫ জন। এদিকে সর্বশেষ আক্রান্তের সংখ্যা নিয়ে এ বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৩ হাজার ৫৬৩ জন।

মঙ্গলবার (১৩ জুলাই) সকালে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, মোট আক্রান্ত ২৩ হাজার ৫৬৩ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬ হাজার ১২৮ জন। আক্রান্তদের মধ্যে বরিশাল জেলায় নতুন সর্বোচ্চ ৪৯২ জন নিয়ে মোট ১০ হাজার ১০৪ জন, পটুয়াখালীতে নতুন ৮১ জন নিয়ে মোট ২ হাজার ৯৭৩ জন, ভোলায় নতুন ৩৩ জনসহ মোট ২ হাজার ৩২৬ জন, পিরোজপুরে নতুন ৯২ জন নিয়ে মোট ৩ হাজার ২৮৯ জন, বরগুনায় নতুন ৭৪ জন নিয়ে মোট আক্রান্ত ১ হাজার ৯৭৭ জন এবং ঝালকাঠিতে নতুন ১০৭ জন শনাক্ত নিয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৮৯৪ জন।

শেবাচিম হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার) সকাল পর্যন্ত শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ২৭ জন ও করোনা ওয়ার্ডে ২৬ জন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ৩১১ জন রোগী চিকিৎসাধীন। যাদের মধ্যে ৯৮ জনের করোনা পজিটিভ এবং ২১৩ জন আইসোলেশনে রয়েছেন। আরটি পিসিআর ল্যাবে মোট ২০০ জন করোনা পরীক্ষা করান। যার মধ্যে ৫৫ শতাংশ পজিটিভ শনাক্তের হার।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.