মূল মার্কেটে ফিরেই ৪ কোম্পানির দর আকাশচুম্বি

ওভার দ্যা কাউন্টার মার্কেট (ওটিসি) থেকে মূল মার্কেটে ফিরেই অস্বাভাবিকভাবে দর বাড়ছে ৪ কোম্পানির শেয়ারে। চাঙ্গা বাজারে কোম্পানিগুলো প্রায় প্রতিদিনই বিক্রেতা শুন্য হয়ে হল্টেড হচ্ছে। গত ১৮ কর্মদিবসে শেয়ারগুলোর দর বেড়েছে প্রায় ২০০ থেকে ৩০০ শতাংশের বেশি।

কোম্পানিগুলো হচ্ছে- তমিজ উদ্দিন টেক্সটাইল, পেপার প্রোসেসিং, বিডি মনোস্পুল পেপার এবং মুন্নু ফেব্রিক্স লিমিটেড।

ডিএসইর তথ্য অনুযায়ী, গত ১৩ জুন কোম্পানিগুলো ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরু করে। ওই সময় তমিজ উদ্দিন টেক্সটাইল ১৩ টাকা ২০ পয়সা দরে লেনদেন শুরু করে। গত ৮ জুন শেয়ারটি সর্বশেষ ৬৪ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। অর্থাৎ মাত্র ১৮ কর্মদিবসে শেয়ারটির দর ৫১ টাকা ৭০ পয়সা বা ৩৯১.৬৬ শতাংশ বেড়েছে।

একই সময়ে পেপার প্রোসেসিং ডিএসইতে ১৭ টাকা ৬০ পয়সায় লেনদেন শুরু করে। গত ৮ জুন শেয়ারটি সর্বশেষ ৮৭ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। অর্থাৎ মাত্র ১৮ কর্মদিবসে শেয়ারটির দর ৬৯ টাকা ৫০ পয়সা বা ৩৯৪ শতাংশ বেড়েছে।

অন্যদিকে বিডি মনোস্পুলের দর ১১৩ টাকা ৭০ পয়সা বা ২০৬.৭২ শতাংশ এবং মুন্নু ফেব্রিক্সের ১৪ টাকা ৫০ পয়সা বা ২৩১ শতাংশ দর বেড়েছে।

উল্লেখ্য, কোম্পানিগুলোর এমন অস্বাভাবিক দর বাড়ার কারণ সম্পর্কে ডিএসই জানতে চেয়ে চিঠি পাঠায়। কোম্পানিগুলোর পক্ষ থেকে জানানো হয় কোনো মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারগুলোর দর বাড়ছে।

অর্থসূচক/এসএ/

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.