ব্লক মার্কেটে ৯৩ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ব্লক মার্কেটে মোট ৪০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট  ৯৫ লাখ ২০ হাজার ৭০২টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৯৩ কোটি ৭৪ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ২৭ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

সোনালী পেপার ২৩ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

সাফকো স্পিনিং ৬ কোটি  টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এবি ব্যাংক, আলিফ ইন্ডাস্ট্রিজ, আমান ফিড, এশিয়া ইন্স্যুরেন্স, বিকন ফার্মা, বেক্সিমকো, ব্রাক ব্যাংক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ডাচ-বাংলা ব্যাংক, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ইস্টার্ন হাউজিং, ফরচুন সুজ, ফু-ওয়াং সিরামিক, জিবিবি পাওয়ার, জেনেক্স ইনফোসিস, গ্লোবাল ইন্স্যুরেন্স, গ্রামীণফোন, গ্রামীণ স্কিম-২ মিউচ্যুয়াল ফান্ড, গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স, আইসিবি ইসলামিক ব্যাংক, ইন্টারন্যাশনাল লিজিং, ইসলামী ইন্স্যুরেন্স, ম্যাকসন্স স্পিনিং, ন্যাশনাল ফিড মিল, নর্দার্ণ ইন্স্যুরেন্স, এনআরবিসি ব্যাংক, পাওয়ার গ্রীড, কাশেম ইন্ডাস্ট্রিজ, আরডি ফুড, এস.আলম কোল্ড রোল্ড স্টিল, স্যালভো কেমিক্যাল, সী পার্ল বীচ, সিলকো ফার্মা, সিঙ্গারবিডি, স্কয়ার ফার্মা ও ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড।

অর্থসূচক/এসএ/

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.