ইডটকো বাংলাদেশের সাথে জেনেক্স ইনফোসিসের চুক্তি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেনেক্স ইনফোসিস দেশের সর্বোচ্চ বহুজাতিক টাওয়ার কোম্পানি ইডটকো বাংলাদেশ কোম্পানির সঙ্গে সিকিউরিটি সার্ভিস দেওয়ার চুক্তি করেছে ।

মঙ্গলবার (০৬ জুলাই) এ চুক্তির বিষয়ে অনুমোদন দিয়েছে জেনেক্স ইনফোসিসের পরিচালনা পর্ষদ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি ৩৬০ ডিগ্রি সিকিউরিটি সলুশোন সার্ভিস দেওয়ার জন্য চুক্তি করেছে।

চুক্তি অনুযায়ি, আগামি ৩ বছর সিকিউরিটি সার্ভিস দেবে জেনেক্স ইনফোসিস। এক্ষেত্রে ৩৬০ ডিগ্রী ইন্টারনেট অব থিংস (আইওটি) ভিত্তিক সিকিউরিটি সল্যুশন সার্ভিসসহ মনিটরিং ও চুরি থেকে সুরক্ষা দেওয়া হবে।

এই সার্ভিস থেকে আগামি ৩ বছর ২৪ কোটি টাকা করে আয় হবে বলে ধারনা করছে জেনেক্স ইনফোসিস কর্তৃপক্ষ।

অর্থসূচক/এসএ/

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.