দেশে করোনায় মৃত্যু দেড়শ’ ছাড়াল

করোনা মহামারির তাণ্ডবে টালমাটাল বিশ্ব। বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে চলছে করোনার দ্বিতীয় ঢেউ। এর মধ্যে এপ্রিল মাসে দেশে হঠাৎ করেই করোনা রোগী শনাক্ত ও মৃত্যুতে ব্যাপক উল্লম্ফন হয়। মাঝে কিছুদিন শনাক্ত ও মৃত্যু কমলেও আবারও ভয়াবহ আকার ধারণ করেছে করোনা। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত ও মৃত্যু বেশ বেড়েছে, যা একদিনে সর্বোচ্চ মৃত্যু।

গত ২৪ ঘণ্টায় দেশে আট হাজার ৬৬১ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এরআগে গত ৩০ জুন দেশে করোনা শনাক্ত হয় আট হাজার ৮২২ জনের, যা একদিনে এ যাবতকালের সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।

আগের সাত দিনে দেশে যথাক্রমে ৬২১৪, ৮৪৮৩, ৮৩০১, ৮৮২২, ৭৬৬৬, ৮৩৬৪, ৫২৬৮ ও ৪৩৩৪ জন রোগী শনাক্ত হয়।

সর্বশেষ তথ্য অনুসারে দেশে নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে নয় লাখ ৪৪ হাজার ৯১৭ জনে।

গত ২৪ ঘণ্টায় দেশের ৬০৩ ল্যাবে ২৯ হাজার ৮৭৯টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্ত হার ২৮ দশমিক ৯৯ শতাংশ। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার করা হয় ৬৭ লাখ ২৩ হাজার ৫৬০ট জনের। মোট শনাক্তের হার ১৪ দশমিক ০৫ শতাংশ।

গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৪ হাজার ৬৯৮ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ লাখ ৩৩ হাজার ৮৯৭ জন। সুস্থতার হার ৮৮.২৫ শতাংশ।

আজ রবিবার (৪ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।


একনজরে দেশের করোনার চিত্র

নতুন করে শনাক্ত হয়েছেন: ৮৬৬১ জন

মোট আক্রান্তের সংখ্যা: ৯৪৪৯১৭

২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে: ১৫৩ জনের

মোট মৃত্যু হয়েছে: ১৫০৬৫ জনের

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন: ৪৬৯৮ জন

মোট সুস্থ হয়েছেন: ৮৩৩৮৯৭ জন


গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৫৩ জন মারা গেছেন, যা একদিনে এ যাবতকালের সর্বোচ্চ মৃত্যু।

গত সাত দিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন যথাক্রমে ১৩৪, ১৪৩, ১১৫, ১১২, ১০৪, ১১৯ ও ৭৭ জন।

সর্বশেষ তথ্য অনুসারে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৬৫ জনে। মোট শনাক্তকৃত রোগীর বিপরীতে মৃত্যুর হার এক দশমিক ৫৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪ হাজার ৬৯৮ জন সুস্থ হয়েছেন বলে জানানো হয়েছে। দেশে এখন পর্যন্ত করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৩৩ হাজার ৮৯৭ জন। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ২৫ শতাংশ।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.