খিলগাঁওয়ে বাসে আগুন

রাজধানীর খিলগাঁওয়ে ভিক্টর পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সিগারেটের আগুন থেকে বাসে অগ্নিকাণ্ড ঘটেছে বলে জানায় ফায়ার সার্ভিস।

শনিবার (৩ জুলাই) সকাল ৭টা ১০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা সকাল ৭টা ১০ মিনিটে খিলগাঁও ভিক্টর বাসে আগুন লাগার খবর পেয়েছি৷ খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সাড়ে ৭টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। সিগারেট থেকে বাসটিতে আগুন লেগে যায়। লকডাউনে গণপরিবহন বন্ধ থাকায় বাসটি রামপুরা ব্রিজ এলাকায় পার্ক করা ছিল।

হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. নিয়াজ বলেন, রাতে প্রতিটি বাসেই পরিবহনের স্টাফরা ঘুমান। এ ঘটনায় বাসের এক স্টাফকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.