লকডাউনে পুঁজিবাজারে দেড় ঘণ্টা কম লেনদেন হবে

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে আগামীকাল বৃহস্পতিবার (১ জুলাই) থেকে পরবর্তী ৭ দিনের জন্য সর্বাত্মক লকডাউনে যাচ্ছে দেশ। সরকার অবশ্য এটিকে কঠোর বিধিনিষেধ বলছে। আজ বুধবার (৩০ জুন) সরকারের মন্ত্রীপরিষদ বিভাগ থেকে এই বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে।

সর্বাত্মক লকডাউনেও খোলা থাকবে পুঁজিবাজার। তবে লেনদেনের সময় কিছুটা কমবে। সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা ১টা পর্যন্ত লেনদেন হবে পুঁজিবাজারে। আজ বুধবার পর্যন্ত লেনদেনের সময়সূচি ছিল সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। এ হিসেবে লেনদেনের সময় কমবে দেড় ঘণ্টা।

সর্বাত্মক লকডাউনে ব্যাংক লেনদেনের সময় কমানোর কারণে পুঁজিবাজারে লেনদেনের সময়ও কমেছে। এই সময়ে ব্যাংকে সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত লেনদেন হবে। আজ বুধবার পর্যন্ত লেনদেনের সময়সূচি ছিল সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.