‘কঠোর লকডাউন’ পেছালো ৩ দিন

দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে সারাদেশে ঘোষিত ‘কঠোর লকডাউন’ ৩ দিন পিছিয়েছে। আগামী সোমবারের (২৮ জুন) পরিবর্তে বৃহস্পতিবার শুরু হবে ওই লকডাউন। আর সোমবার থেকে বুধবার পর্যন্ত থাকবে সীমিত পরিসরের লকডাউন।

আজ শনিবার (২৬ জুন) সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে উচ্চপর্যায়ের এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে।। তবে ৩০ জুন পর্যন্ত আর্থিক প্রতিষ্ঠান খোলা রাখা হবে।

জানা গেছে, ব্যাংক খাতে জুন ক্লোজিং (৩০) এর মতো গুরুত্বপূর্ণ বিষয় থাকা এবং বছর শেষে সরকারের রাজস্ব আহরণের বিষয়টি বিবেচনায় রেখে কঠোর লকডাউনের সময় পেছানো হয়েছে।

তবে সীমিত পরিসরের লকডাউনেও গণপরিবহন বন্ধ থাকবে। বন্ধ থাকবে মার্কেট, হোটেল, রেস্তোরাঁ জাতীয় প্রতিষ্ঠান।

আগামী বৃহস্পতিবার (১ জুলাই) থেকে চলবে ৭ দিনের কঠোর লকডাউন। এ সময়ে জরুরী পরিষেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি পণ্যবাহী ছাড়া সব ধরনের যানবাহন চলাচলও বন্ধ থাকবে এ সময়। শুধু অ্যাম্বুলেন্স ও চিকিৎসাসংক্রান্ত কাজে ব্যবহৃত যানবাহন চলাচল করতে পারবে। জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবে না। তবে গণমাধ্যম এর আওতামুক্ত থাকবে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.